ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিজিবিও বিএসএফের মধ্যে মিষ্টি বিনিমিয়
হিলি প্রতিনিধি
ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি বিএসএফকেও মিষ্টি ও ফুল উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
আজ সকাল সাড়ে ১২ টার দিকে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি বিনিময় হয়।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আবু নাছের জানান, আজ ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে বাহিনীগুলি যেন একসঙ্গে কাজ করতে পারে সেজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।