ধরা পড়েছে সুমির খুনী, কথা রেখেছে ফেনীর পুলিশ
এম.রফিকুল ইসলাম: ফেনীর পরশুরামের বাউর পাথর গ্রামের দরিদ্র পরিবারের শিশু সুমি নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে মাইকিংও করা হয় সেদিন। পরদিন সকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। সুমির গায়ে আঘাতের চিহ্ন দেখে গনমাধ্যম কর্মীরাসহ সেদিন অনেকে ধারনা করেছিল সুমিকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। ওইদিন এ শিশু হত্যার বিষয়ে ফেনীর পুলিশ সুপারের কাছে প্রশ্ন করা হয়েছিল সুমির হত্যার রহস্য উদঘাটন হবে তো ? তিনি বলেছিলেন পুলিশের প্রতি আস্থা রাখুন আমরা হত্যার রহস্য উদঘাটনের সবোর্চ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
সাতদিন পর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুমি হত্যাকারী আটক এমরানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ হত্যার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানায়, পরশুরামের বাউর পাথর গ্রামের আবুল কালামের ছেলে মাদকাসক্ত এমরান (২৫) লিজা আক্তার সুমি (৫) কে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে পুকুরে ডুবিয়ে নির্মম ভাবে হত্যা করে। বৃহস্পতিবার দুপুরে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এমরান ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে জবানবন্ধি দিয়েছে। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে আরো বলেন, বর্তমান সময়ে অপরাধ করে পার পাবার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক, কোন অপরাধকে ছাড় দেয়া হবেনা।