যুক্তরাষ্ট্রে ১৮ লাখ অভিবাসীর নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে বরাদ্দ দিতে কংগ্রেসের সম্মতির বিনিময়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার একটি পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ।
রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৃহস্পতিবার এক কনফারেন্সের সময় হোয়াইট হাউসের এই অভিবাসন পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ একজন সহযোগী।
আগামী সোমবার এ সংক্রান্ত বিল কংগ্রেসে উত্থাপনের কথা রয়েছে। পরিকল্পিত সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য বিলে আড়াই হাজার কোটি ডলার বরাদ্দ চাওয়া হবে।
গত সপ্তাহে ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রাচীর নির্মাণে অর্থায়নের বিরোধিতা করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কথা বলে আসছেন ট্রাম্প।
এদিকে, ডেমোক্র্যাটকরা অভিবাসীদের বিরুদ্ধে নির্বিচারে কোনো পদক্ষেপ নেয়ার বিরোধী।