আখেরি মোনাজাতে শেষ হল মৌলভীবাজার জেলা ইজতেমা
এ.কে.অলক মৌলভীবাজার: দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে প্রথমবারের মত মৌলভীবাজার জেলা ইজতেমা।
শনিবার(২৭ জানুয়ারি)দুপুর ১২ টা ৫০ মিনটের সময় শুরু হওয়া এই আখেরি মোনাজাত চলে প্রায় আধ ঘণ্টাব্যাপী। আর এর মাধ্যমে শেষ হল তাবলিগ জামাতের জেলা ইজতেমা।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ফারুক। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়।
মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি। ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন তারা। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।
উল্লেখ্য ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।