অপহৃত স্কুল ছাত্র শিশু রাহারুলকে একদিন পর নীলফামারির সৈয়দপুর থেকে উদ্ধার করলো হাকিমপুর থানা পুলিশ।
হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান
হিলি’র বাওনা গ্রাম থেকে অপহরণের একদিন পর শুক্রবার রাতে নীলফামারি’র সৈয়দপুর থেকে নাহারুল ইসলাম নামের ৯ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নাহারুল বওনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
এঘটনায় জাড়িত থাকার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পরিমল ও সুভাস নামের দুই জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারী বাওনা গ্রাম থেকে অপহরণ করীরা শিশু নাহারুলকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা নাহারুলের বাবা সোলায়মানের কাছে মুক্তিপণ বাবদ ৩লাখ ৮৫ হাজার টাকা দাবি করে।
নাহারুলের বাবা সোলায়মান হাকিমপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে নিলফামারির সৈয়দপুরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় পরিমল ও সুভাসকে আটক করা হয়।
ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে বলে জানায় হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আব্দুস সবুর।
সিঙ্কঃ আব্দুস সবুর, অফিসার ইন-চার্জ, হাকিমপুর থানা, দিনাজপুর।