গাংনীর কুমারীডাঙ্গা হাইস্কুলের সভাপতি ইয়াবা কামালের নামে মাদকের মামলা। জেল হাজতে প্রেরণ
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ: মেহেরপুরের গাংনীর কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বহু অপকর্মের হোতা ইয়াবা কামালের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই হারুন মামলাটি দায়ের করেন। মামলা নং ১৩। তাং ২৬-০১-১৮ ইং। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান,ইয়াবা সহ গ্রেফতার মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান,ইয়াবা সহ গ্রেফতার মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। কামালের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে দ্রত সময়ের মধ্যে তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানায়, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন ইয়াবা সহ আটক হওয়ার ঘটনায় এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে। স্কুলের শিক্ষার্থী হিসেবে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। কয়েকজন অভিভাবক জানান,যে স্কুলের সভাপতি কামাল ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয় সে স্কুলের শিক্ষার্থীদের উপর মাদকের ভয়াল থাবা পড়তে পারে এজন্য তাদের ছেলেদের অন্য স্কুলের ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান,যেহেতু কামাল হোসেন কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একারনে বিধি অনুযায়ী প্রধান শিক্ষক বিষয়টি লিখিত আকারে যশোর শিক্ষা বোর্ডকে জানাবে। এরপর শিক্ষাবোর্ড কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন,কামাল হোসেন এলাকায় ইয়াবা কামাল হোসেন নামে পরিচিত। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক সহ ৪ টি মামলা রয়েছে। এছাড়া কামালের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি দুঃখ জনক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সকল পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্যঃ বৃহস্পতিবার রাত ১১ টার সময় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সিন্দুরকৌটা গ্রামের একটি কাঠাল বাগান থেকে ৪৭ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল হোসেনের সহযোগীরা পালিয়ে যায়। কামাল হোসেন সিন্দুরকৌটা গ্রামের লুতফর রহমানের ছেলে।