সুনামগঞ্জে ৩লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও পাতার বিড়ি’সহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৩লক্ষাধিক টাকার ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি ও পাতার বিড়ি’সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব। গ্রেফতারকৃত ব্যবসায়ী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গুচ্ছ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৬)। র্যাব জানায়,আজ রবিবার ২৮জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড ভোর সাড়ে ৫টার সময় সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন তেঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তেঘরিয়া মাদ্রাসার উত্তর পাশের্^ পাকা রাস্তার নিচে সিঁড়ির উপর হতে ২৫২বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি ও ২১,০০০পিস ভারতীয় পাতার বিড়ি’সহ তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৩,৭৮,০০০ (তিন লক্ষ আটাত্তর হাজার) টাকা এবং পাতার বিড়ির মূল্য ২১,০০০ (একুশ হাজার) টাকা। র্যাব আরো জানায়,দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি অবৈধ ভাবে মাদক ও পাতার বিড়ি ব্যবসা করে আসছিল আবু বক্কর সিদ্দিক (৩৬)। এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।