জয়পুরহাট পাঁচবিবিতে ২ কেজি ওজনের সোনার বার সহ গ্রেপ্তার-১
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্তে ২ কেজি ওজনের প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনার বারসহ নূর আলম (৪০) নামে এক পাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।
নূর আলম একই উপজেলার বাগজানা ইউপি’র রামভদ্রপুর গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে।
গতকাল শনিবার সন্ধার আগ মুহূর্তে ওই সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে তাকে আটক করা হয়েছে বলে বিজিবিরা জানিয়েছেন।
জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোঃ আনিছুল হক জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা ভারতে সোনা পাচার করার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় রয়েছে, এমন গোপন সংবাদ পেয়ে কয়া ক্যাম্প কমন্ডার চাঁন মিঁয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় যায়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলের অন্যন্যরা পালিয়ে গেলেও নূর আলম কে হাতেনাতে ২ কেজি সোনার বার সহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা ছাড়াও আটককৃত সোনাগুলি সহ আসামীকে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি'র অধিনায়ক।