মৌলভীবাজার জেলা পরিষদের উন্নয়ন অগ্রযাত্রার মোড়ক উন্মোচন
এ.কে.অলক মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিষদের উন্নয়নের অগ্রযাত্রা মোড়ক উম্মেচন করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পৌর মিলনায়তন হল রুমে অনুষ্ঠান অনুুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দীন এমপি।
উপস্থিত ছিলেন প্যানেল স্পিকার,সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন,জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ,জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,জেলা পুলিশ সুপার মোঃশাহ জালাল, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
অনুুষ্টানের শুরুতে জেলা পরিষদের সদস্যগনের পরিচিতি ও শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে ২০১৪-১৫ ও ২০১৬ -১৭ অর্থ বছরের উন্নয়নমূলক কাজের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।৯৩ জন এস,এস,সি ওএইচ,এস,সি ছাত্র/ছাত্রীকে সনদ পত্র প্রদান ও,১১১ জন সেলাই প্রশিক্ষণার্থীদের সনদ পত্র প্রদান,২৩০ জন ছাত্র ছাত্রীকে কম্পিউটার সনদ পত্র প্রদান, ১৪০ জন অস্বচ্ছল মুক্তিযুদ্ধাদেরকে এককালীন আর্থিক অনুদান প্রদান,ও ১৬০ টি সেলাই মেশিন প্রদান করা হয়।