কাবুলে মিলিটারি একাডেমিতে আইএসের হামলা, ২ সেনা সদস্য নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মিলিটারি একাডেমিতে বন্দুকধারীদের হামলায় দুইজন সেনা সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছেন।
সোমবার ভোরে দিকে হামলাটি হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা সুরক্ষিত মার্শাল ফাহিম সামরিক একাডেমি কাছে ওই ফাঁড়িটিতে হামলা চালায়।
আফগান কর্মকর্তারা বলেন, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নে এ হামলা চালানো হয়, যেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রাথমিকভাবেই এ ব্যাটিলয়নই ছিল হামলাকারীদের লক্ষ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক ৫টার দিকে তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে কয়েকজন হামলাকারীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে দুই জন সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, 'ভোরে আফগান সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো হয়েছে। এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে এবং আরেকজন আমাদের সেনা সদস্যদের হাতে ধরা পড়েছে। অপর তিনজনকে হত্যা করা হয়েছে এবং আরেকজন সেনা সদস্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।'
এর আগে গত শনিবার স্থানীয় সময় দুপুরে বোমাভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে ভিড়ের মধ্যে তালেবানের আত্মঘাতী হামলায় অন্ততত ১০৩ জন নিহত ও ২৩৫ জন আহত হয়।
এর এক সপ্তাহ আগে শহরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।
উভয় হামলারই দায় স্বীকার করেছে তালেবান।
তালেবান ও আইএস সম্প্রতি শহরটিতে পর পর বেশ কয়েকটি হামলা চালিয়েছে।