মেহেরপুরে অস্ত্র-বোমাসহ দুই সন্ত্রাসী আটক
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ডাকাতির প্রস্ততিকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও হাতবোমাসহ এলাকার শীর্ষ সন্ত্রাসী, হাফ ডজন মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের রিহান আলীর ছেলে আইচ উদ্দীন (৩০) ও কসবা গ্রামের তজিম হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)। গতকাল সোমবার রাতে গাংনী থানা পুলিশের একটিদল উপজেলার গাঁড়াডোব-আমঝুপি সড়কের পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম)-এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, খালিদ বখতিয়ার , সুভাষ চন্দ্র দাম সঙ্গীয় ফোস নিয়ে ওই বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিদ্দিকুর ও আইচকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি শার্টারগান, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি হাতবোমা উদ্ধার করে। ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গাঁড়াডোব- আমঝুপি রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও এলাকার শীর্ষ সন্ত্রাসী আইচ ও সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় একটি হত্যা মামলাসহ, গাংনী ও মেহেরপুর সদর থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরণের সন্ত্রাসী অভিযোগে প্রায় ১০/১২ টি মামলা রয়েছে। আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী কার্যকলাপের বিভিন্ন তথ্য দিয়েছে তারা।