টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোলে আমদানি-রফতানি চালু
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :
ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে পণ্যবাহী ট্রাকের কার পাস সংক্রান্ত জটিলতার ৫ দিন পর বেনাপোলে আমদানি রফতানি সচল হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে ভারত থেকে পণ্যবাহি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
এর আগে গত বুধবার রাত ৮টা থেকে এ পথে ভারতের সাথে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।
ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ও সুষ্ট সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যা থেকে এ পথে আমদানি রফতানি চালু হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ৫ দিন আমদানি রফতানি বন্ধ থাকার পর গত কাল বিকাল থেকে আবারও আমদানি রফতানি চালু হয়েছে।
ভারত থেকে পন্য আমদানী বন্ধ থাকার কারনে পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে শতশত পন্য বাহী ট্রাক যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানী মুখি গার্মেন্টস শিল্পের কাচামাল এবং পিয়াজ, রসুন,আলু, ইত্যাদি পচনশীল দ্রব্য রয়েছে।