বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামে বাগানে পাতা কুড়াতে গিয়ে আহত-৩
উত্তম কুমার, বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে বাগানে পাতা কুড়াতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ নারী। আহতরা হলেন, বিহারীপুর গ্রামের মৃত ইউসুফ আলী হাওলাদারের স্ত্রী রিকুল বেগম (৫৮), মেয়ে পারভীন আক্তর (২০) ও মাসুম হাওলাদারের স্ত্রী ছালমা বেগম (৩৩)। আহতরা বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় মাসুম হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি (সোমবার) সকাল ১০টার দিকে বাড়ির পশ্চিম দিকের বাগানে পাতা কুড়াতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মৃত মোহাম্মাদ খানের পুত্র হানিফ খান, হানিফ খানের দুই পুত্র ইসমাইল খান ও মিজান খান তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত রিকুল বেগম বলেন, ঘটনার দিন আমাদের বাড়ির পশ্চিম পাশে নাসির মৃধার বাগানে পাতা কুড়াতে যাই। পাতা কুড়ানোর একপর্যায় হানিফ খান ও তার স্ত্রী মিনারা বেগম এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। আমি প্রতিউত্তরে বলি এই জমির মালিক তো আপনারা না, শুধু শুধু আমাদের গালাগালি দেন কেন? এতে তারা ভয়ানক ক্ষিপ্ত হয়ে তার ছেলেদের ডেকে এনে একযোগে লাঠি দিয়ে পিটিয়েছে। ওরা ভয়ানক সন্ত্রাসী এবং পরবিত্তলোভী। ওরা জনজনতায় এবং অর্থবলে ভাড়ি বলে গায়ের জোরে আমাদের উপর অন্যায় অত্যাচার করে। এমনকি ইতিপূর্বে হামলাকারীরা আমাদেরকে একাধিকবার মারধর ও ক্ষয়ক্ষতি করেছে। আমার কলেজ পড়–য়া মেয়ে পারভীন বরিশাল বিএম কলেজে ইংরেজী বিভাগের ১ম বর্ষের ছাত্রী। ওরা তাকেও বেধরক পিটিয়ে হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেছে। আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে ঘর-বাড়ি ও জমি-জমা দখল করতে চায় ওরা। হানিফ গংদের অত্যাচারের হাত থেকে রক্ষাপেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।