মৌলভীবাজারে জোড়া খুনিদের শাস্তির দাবিতে সমাবেশ
এ.কে.অলক মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ আহমদ মাহি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী শাহবাব সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রেক্ষিতে প্রতিবাদ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবশে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী)সকাল ১০ টার দিকে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শংকরনান্দ ভট্টাচার্জ, সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান, দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, ইকবাল হোসেন, আব্দুল হাই, রুমা আক্তার, ইকবাল হোসেন, মহিউদ্দিন আহমদ ও মোঃ ইয়াছিন সরকার প্রমুখ
সমাবেশে বক্তরা প্রশাসনের উদ্দেশ্যে করে বলেন যারা এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করুন।
উল্লেখ্য সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহিকে পরিকল্পিত্ভাবে ডেকে নিয়ে স্কুল মাঠের নির্জন এলাকায় হত্যা করা হয়।