চট্টগ্রাম টেস্ট: মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপট
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শত ছাড়িয়েছেন মুমিনুল হক। মুশফিকের সঙ্গে ২৩৬ রানের জুটিতে চালকের আসনে স্বাগতিকরা।
৮৬ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫৮। মুমিনুল করেছেন ১৭০ রান ও মাহমুদুল্লাহ ৮ রানে ব্যাট করছেন।
ওপেনার তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৭ দশমিক ৪ ওভারে দুই উইকেটে ১২০।
ইমরুল কায়েস ৪০ রানে বিদায়ে পর মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ইমরুল। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮ রান। তার আগে তামিমের সঙ্গে ৭২ রানের উদ্বোধনী পার্টনারশিপ গড়েন তিনি।
টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে থামেন তামিম। তার ৫৩ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় খেলাটি। এ ম্যাচে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হলো মাহমুদুল্লাহ রিয়াদের।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়াতেই টেস্টে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন রিয়াদ। টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন তিনি।
এছাড়াও টেস্ট অভিষেক হলো বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান এবং তানবীর হায়দারের।