সরাসরি ব্যাংকে চলে যাবে পেনশনের টাকা: অর্থমন্ত্রী
সরাসরি ব্যাংকে চলে যাবে পেনশনের টাকা— এখন থেকে পেনসনভোগীকে আর এ অফিস সে অফিস ছোটাছুটি করতে হবে না এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্প চালু হয়েছে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকালে সবিচালয়ে পেনশন সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ প্রকল্পের আওতায় ৫৭ জন পেনশনভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার এসএমএস পান।
পর্যায়ক্রমে সকল পেনশনভোগীকে এ প্রকল্পের আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ প্রকল্পের ফলে, পেনশনভোগীদের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
দেশের সকল মানুষকে পেনসনের সুবিধা দিতে আগামী বাজেটে একটি 'সার্বজনীন পেনসন স্কিম'-এর রূপরেখা দেয়া হবে বলে অর্থমন্ত্রী জানান।
এই সর্বজনীন পেনশন কাঠামো এখনই চালু সম্ভব না হলেও রূপ রেখাটা বাজেটে দিয়ে যেতে চান তিনি।