মোটা চালের দাম ৪০ টাকার নিচে নামানো যাবে না
মোটা চালের দাম প্রতি কেজি ৪০ টাকার নিচে নামবে না—আর দেশে চালের উৎপাদন এখনো চাহিদার চেয়ে বেশি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চা প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
তবে শিগগিরই পেঁয়াজের দাম কমে আসবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।
আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে বাংলাদেশ চা প্রদর্শনী।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী— এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাল ও বিতর্কিত ৫৭ ধারার বাতিল নিয়ে গণমাধ্যমের কিছু প্রতিবেদনের সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে প্রায় ১০ লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়েছে—তার বিপরীতে আমদানি হয়েছে প্রায় ২৮ লাখ মেট্রিক টন।
সরকার দাবি করে, দেশে চালের উৎপাদন চাহিদার চেয়ে বেশি— এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান প্রেক্ষাপটে চালের দাম কেজিতে ৪০ টাকার নিচে নামানো ঠিক হবে না— তা নামানো হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
পেঁয়াজের উৎপাদন বাড়ায় ও ভারত থেকে পেঁয়াজের আমদানি মূল্য কমায় কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে বলে মন্ত্রী জানান।