কালীগঞ্জে অটোবাইক চালককে হত্যা
লোকমান হোসেন পনির, কালীগঞ্জ :
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বাইপাস সড়ক সংলগ্ন বাঘারপাড়া স্থান থেকে অটোবাইক চালকের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ উদ্ধার করেছে। অটোবাইক চালক মো. সফিকুল ইসলামকে শ^াসরোধ হত্যা করে কালীগঞ্জ -ঘোড়াশাল বাইপাস বাঘারপাড়া নামকস্থানের দক্ষিণ পাশে তার মৃতদেহ ফেলে অটোবাইক ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত অটোবাইক চালক কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড উত্তরগাঁও গ্রামের মৃত ছিদ্দিক বেপারীর ছেলে। সে দুই কন্যা সন্তানের জনক। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানা সার্কেল পঙ্কজ দত্ত, ওসি মো. আলম চাঁদ, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম। সফিকুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সফিকুল অটোবাইক নিয়ে বাঘারপাড়া থেকে ঘোড়াশাল পর্যন্ত যাতায়াত করতো। বধুবার সে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার মৃতদেহ বাঘারপাড়া বাইপাসের দক্ষিণে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার হাত-পা রশি দিয়ে বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন। তার মুখে আঘাত করে মুখ থেঁতলেই রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা। এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান। তিনি আরো বলেন, অটোবাইকের জন্য ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটো নিয়ে যায়।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জের বাঘারপাড়া বাইপাস সড়কের দক্ষিণ পাশ থেকে অটোবাইক চালক সফিকুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করেন।