শৈলকুপায় প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শৈলকুপায় পদমদী প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের ৩য় তম প্রতিষ্ঠা বাষির্কী এবং পদমদী এতিমখানার ১২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে অভিভাবক সমাবেশ,বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, খাদ্য ও কুরআন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১.০২.২০১৮ ইং বৃহস্প্রতিবার দুপুরে শেখপাড়া ডিএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিনের সভাপতিত্বে পদমদী প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গণি। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল জলিল খান, সহকারী পরিচালক মমিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহম্মেদ, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, রেজাউল মিয়া প্রমুখ। এছাড়া পদমদী এতিমখানা কর্তৃক পরিচালিত পদমদী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খন্দকার মোয়াজ্জেম, ১৪০জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, অভিভাবক, ইউপি সদস্য আজাদ রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে প্রতিবন্ধী বিদ্যালয় ও এতিমখানার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অভিভাবক , প্রতিষ্ঠাতা ও শিক্ষকগণ।