হরিণাকুন্ডুর বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ০১.০২.২০১৮ ইং বৃহস্পতিবার সকালে উপজেলার ঝর্ণা বৃদ্ধাশ্রম ও পূণর্বাসন কেন্দ্রে ২৫ জন অসহায় মহিলাদের মাঝে চাল, বিস্কুট, ডাল, চিনি, মুড়ি, তৈল, লবণ, মোমবাতি, চিড়া, ম্যাচসহ খাদ্য সামগী বিতরণ করেন। এ সময় তিনি শীতবস্ত্রও বিতরণ করেন। এসময় তিনি উপজেলার ঠিকানাহীন অসহায় মহিলাদের একমাত্র আশ্রয়স্থল ঝর্ণা বৃদ্ধাশ্রম ও পূণর্বাসন কেন্দ্র। এখানে ২৫ জন অসহায় মহিলার দেখাশোনা করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ঝর্ণা খাতুন। প্রতিষ্ঠানটির দেখভালের জন্য আর্থিক সহ যাবতীয় সহযোগীতা করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান। এদিকে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম,এ মজিদ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তারা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।