শ্রীমঙ্গলে বাংলাদেশ চা জনগোষ্ঠীর কর্ম পরিবেশ কর্মশালা অনুষ্ঠিত
এ.কে.অলক মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা জনগোষ্ঠীর কর্ম পরিবেশ সম্পর্কীত আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ড (পিডিইউ) কার্য্যালয় এর কনফারেন্স হলে এ কর্মশাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে কর্মশালা উদ্ভোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমদ, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, শ্রীমঙ্গল সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা ও আইএলও প্রতিনিধি আলে´ ছিছাম ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরীর সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশের চা শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে মুল প্রবৃদ্ধ উপস্থাপন করেন সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহমদ। দুপুরে অনুষ্ঠানে দ্বিতৃীয় পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রপ্রিডেন্ড ফান্ডে এর সহকারী নিয়ন্ত্রক পলাশ দাশ,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ ইদ্রিস আলী, হোসনাবাদ চা বাগানের ম্যানেজার মৃদুল কান্তি পাড়িয়াল, সিতারাম বীন ও শ্রীমতি বাড়তি প্রমুখ।
এসময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সুপ্রীম গৌড়, প্রদীপ পাল, রাম ভজন কৈরী, রুদ্র প্রসাদ বুনাজী, কমল বুনাজী, চদ্র কৈরী মনি গোয়াল, রাজু গোয়ালা প্রমুখ। কর্মশালায় বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ভ্যালীর শ্রমিক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।