চার দিনের সফরে ঢাকায় সুইস প্রেসিডেন্ট
চার দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসে। রোববার দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।দেয়া হয় লাল গালিচা অভ্যর্থনা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেলা দেড়টার দিকে প্রেসিডেন্ট আঁলা বেরসে'কে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। বাংলাদেশে প্রথমবারের মতো সফরে আসা সুইজারল্যান্ডের এই প্রেসিডেন্টকে বিমান বন্দরে লাল গালিচা অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এরপর সুইস প্রেসিডেন্ট যান তার সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে। সেখানে বিশ্রামের পর সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টের এই ঢাকা সফরে রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে গুরুত্ব পাবে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি।
এ সংকটে বাংলাদেশের সাহসী মানবিক ভূমিকার প্রতি সংহতি প্রকাশ করে দুদেশের মধ্যে আরো নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করবেন দুই নেতা।
মত বিনিময় করবেন নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে।
সফরের দ্বিতীয় দিনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে সাভার স্মৃতি সৌধে যাবেন, এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সুইজারল্যান্ড ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইস প্রেসিডেন্টের এ সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করছে দুই দেশ।