গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের খুদে শিক্ষার্থীদের সহযোগিতা মুলোক মনোভাবের অনুশীলন
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ একে অপরের প্রতি সহযোগিতা মুলোক মনোভাব সৃষ্টির লক্ষে মেহেরপুরের সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে পথচলা থেকে শুরু করে নিজেদের খাবার একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মতো সহযোগিতা মুলোক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। রবি বার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে খুদে শিক্ষার্থীরা সারিবদ্ধ ও সুশৃংখল ভাবে উপজেলা চত্বরের শহীদ মিনারের পাদদেশে জড় হয় তাদের মধ্যহ্ন ভোজ নিয়ে। শহীদ মিনারের পাদদেশে সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মাদুর বিছিয়ে সেখানে সু-শৃংখল ভাবে বসে নিজেদের খাবার একে অপরের মাঝে বিনিময় বা ভাগ করে খাওয়ার মধ্যে এক ধরণের সহযোগিতা মুলোক আচরণ প্রকাশ করে। এ আচরণের অনুশীলনে আগামী প্রজন্মকে সু-শৃংখল সমাজ বিনির্মানে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে বলে সচেতন মহল মনে করেন। সন্ধানী স্কুল এন্ড কলেজের খুদে শিক্ষার্থীদের সহযোগিতা মুলোক অনুশীলন অনুষ্ঠানে হাজির হন উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাংস্কৃতি ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম (স্যার)। এছাড়াও খুদে শিক্ষার্থীদের মায়েরা উপস্থিৎ ছিলেন। সন্ধনিূ স্কুল এন্ড কলেজের আয়োজনে এ ধরণের আয়োজন সম্পর্কে উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল বেশ প্রশংসা করে বলেন সন্ধানী স্কুল এন্ড কলেজের খুদে শিক্ষার্থীদের নিয়ে যে সহযোগিতা মুলোক অনুশীলন বা অভ্যাস করা হচ্ছে এটা ভবিষ্যত প্রজন্মকে একে অপরের প্রতি সহযোগিতা মুলোক আচরন শিখাবে এতে করে উভয়ের মধ্যে হৃদ্যতা সৃষ্টি করবে এতে করে সমাজে শান্তি বজায় থাকবে। এ ধরণের শিক্ষা আমাদের দেশের প্রতিটি শিক্ষালয়ে হওয়া উচিত। উপজেলা নির্বাহি কর্মকর্তা সন্ধানী সংস্থার সন্ধানী স্কুল এন্ড কলেজকে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম (স্যার) বলেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের খুদে শিক্ষার্তীরা একে অপরের সহযোগিতার যে অনুশীলন করেছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এতে করে ভবিষ্যতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। তিনি আরো বলেন সন্ধানী স্কুল যে খুদে শিক্ষার্থীদের নিয়ে যে পরিবেশনটি করলো এটা অন্যান্য স্কুলেরও করা উচিত বলে আমি মনে করি। সহযোগিতা মুলোক এ অনুষ্ঠানে পরে সন্ধানী সংস্থার নির্বাহি পরিচালক মহাঃ আবু জাফর উপস্থিৎ হন। এছাড়াও উপস্থিৎ ছিলেন সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রাথমিক বিভাগের একাডেমিক প্রধান মখলেছুর রহমান সহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।