মিডিয়া কাপ টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন ডাইনামিক রিপোটার্স
শিবলী সাদিক,রাজশাহীঃ রোববার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে মিডিয়া গ্লাডিয়েটর কে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডাইনামিক রিপোটার্স। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাইনামিক রিপোটার্স এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান খান।
এবং নিদ্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৫ রান। দলের পক্ষে সুমন ২৭ বলে ৮৩ ও বাপ্পী ৪৯ রান করেন। বিপক্ষ দলের জনি ও লেলিন দুইটি করে উইকেট লাভ করেন। ১৭৬ রানের বড় টার্গেট সামনে নিয়ে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানে থেমে যায় মিডিয়া গ্লাডিয়েটর এর ইনিংস। দলের পক্ষে কৌশিক ২৭ ও জনি ও রকি ২৩ রান করেন। সুমন ২ উইকেট এবং সোহেল মাহবুব ও আশিক একটি করে উইকেট নেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সংবাদিক কল্যান তহরিলের চেয়ারম্যান লিয়াকত আলী, টুর্ণামেন্ট কমিটির আহব্বায়ক তবিবুর রহমান মাসুন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মিডিয়া গ্লডিয়েটরের রাসেল । তিনি ৪ খেলায় ১৪২ রান করেন। এছাড়া সেরা বোলার নির্বাচিত হন সোহেল মাহবুব । তিনি ৪ খেলায় ৭টি উইকেট নেন। ২৭ বলে ৮৩ ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ডাইনামিক রিপোটার্স দলের সুমন।