নওগাঁর নিয়ামতপুরে ১শ ৪১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি :নওগাঁর নিয়ামতপুরে ১শ ৪১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) নাজমূল হকের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এএসআই রকিবুল আলমসহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর (টিকাশ) গ্রামের মৃত- তোফাজ্জল বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান (২৬) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির সাদাপুর গ্রামের মৃত- আফাজ সরদারের ছেলে খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী রফিকুল ইসলাম (২৮) কে ১শ ৪১ বোতল ফেনসিডিলসহ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে অফিসার ইন চার্জ (তদন্ত) নাজমূল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার খড়িবাড়ী বাজারের উপর দিয়ে একটি চক্র মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে আসছে। সংবাদ পাওয়ার সাথে সাথে সোমবার সকাল ৭টায় আমার নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লেখিত দুজন আসামীকে ১শ ৪১ বোতাল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জানা যায় তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত। এছাড়া খড়িবাড়ী এলাকার অধিকাংশ সাধারণ মানুষের অভিযোগ রফিকুল ইসলাম সাদাপুর খড়িবাড়ী বালিকা বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর চাকুরী করলেও তার চলাফেরা প্রধান শিক্ষকের মত। এলাকার বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত।