রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশ সুইস প্রেসিডেন্টের
রোহিঙ্গা সংকট মিয়ানমার সরকার তৈরি করেছে তাই সমস্যা সমাধান তাদেরকেই করতে হবে।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালা বেঁরসে।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবছরই বাংলাদেশকে আরো ১২ মিলিয়ন ফ্রাঁ দেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।
এ সময় তিনি রোহিঙ্গা সংকটে সংহতি প্রকাশ করে তা মোকাবেলায় কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের উপর জোর দিয়ে বাংলাদেশের পাশে কথার কথা বলেন।
এই সংকটের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত—এ কথা উল্লেখ করে তিনি বলেন মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড।
এর আগে সুইস প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সুইস প্রেসিডেন্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
বেঁরসে মঙ্গলবার বক্সবাজার জেলা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
সুইস প্রেসিডেন্ট সুশীল সমাজ ও বাংলাদেশে কর্মরত সুইজারল্যান্ডের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঢাকা আর্ট সামিটও পরিদর্শন করবেন। এই সামিটের পার্টনার হচ্ছে সুইজাল্যান্ডের আর্ট কাউন্সিল ‘প্রো হেলভেসিয়া’।