বেনাপোলে দুই বাংলার মোহনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বনগাঁয় প্রস্তুতি সভা
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভারতের বনগাঁও পৌরসভা ও বাংলাদেশের বেনাপোল পৌরসভার মধ্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও আসছে ২১ ফেব্রুয়ারি দুই বাংলার মোহনায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে ‘অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮’ উদযাপন করা হবে।
এ উপলক্ষে বনগাঁ পৌরসভা আয়োজিত যৌথ সভায় বাংলাদেশের পক্ষে বেনাপোল পৌরসভার মেয়র আসরাফুল আলম লিটন অংশ নেন। সেখানে দুই দেশের মোহনায় বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে যৌথভাবে দিবসটি পালন করার বিষয়ে চুড়ান্ত আলোচনা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরপ্রধান বন্ধু শংকরআঢ্য সভায় উপস্থিত ছিলেন। সভায় যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।