জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে তালা কার্যালয়ের বারান্দায় কর্মীসভা পালন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
দীর্ঘদিনের গ্রুপিং কোন্দলের জের ধরে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে একাংশ গ্রুপ তালা লাগিয়ে কার্যালয় বন্ধ করে দিয়েছে।
জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডঃ নাফিজুর রহমান পলাশের নেতৃত্বে একদল নেতাকর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ছে বলে অভিযোগ তোলে জেলার বিএনপির আর অংশের একটি গ্রুপ।
অভিযোগ করি গ্রুপ কার্যালয়ে তালাবদ্ধ থাকায় কার্যালয়ের বারান্দায় নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা করেছেন উক্ত গ্রুপটি। জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে সোমবার দুপুরে তালাবন্ধ কার্যালয়ের বারান্দাতেই সভা করেছেন।
এই তালাবন্ধ কার্যালয় বিষয়ে জেলার পদোধারী নেতা কর্মীদের সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা বিএনপির অভ্যন্তরীণ দীর্ঘ দিনের কোন্দলের জের চলছিল যা ৫ এ জানুয়ারি জেলার সভাপতি, ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানের হঠাৎ মৃত্যুর পর থেকেই গ্রুপিংটি চমরপর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে পদোধারী নেতাকর্মীরা জানান।
তারা আরও জানান সোমবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মীসভায় অংশগ্রহণ করতে কার্যালয়ে এসে তালাবন্ধ দেখতে পান ভারপ্রাপ্ত সভাপতির গ্রুপের নেতৃত্বাধীন নেতাকর্মীরা।
এমন তালাবন্ধ অবস্থায় কার্যালয়ের বারান্দাতেই কর্মীসভা করেন তারা। কর্মীসভায অংশগ্রহণ করেন জয়পুরহাট জেলা বিএনপির সহসভাপতি ও ক্ষেতলাল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, মোঃ রওনকুল ইসলাম টিপু চৌধুরী, আক্কেলপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, কামরুজ্জামান কমল, সরদার লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল গফুর মণ্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মোস্তাফিজুর রহমান তোতা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মতিয়ার রহমান প্রমুখ।
উক্ত কর্মীসভায় অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মীরা বক্তব্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক এর বিরুদ্ধে অভিযোগ তলে বলেন আজ দলীয় কর্মকাণ্ড ভন্ডুল করতেই সাধারণ সম্পাদক ও তার অংশের কতিপয় নেতাকর্মী কার্যালয় বন্ধ করে রেখেছেন যাতে আমরা কার্যালয়ে প্রবেশ না করতে পারি এবং কর্মীসভাটি সফল যেন না করতে পারি এমনটাই অভিযোগ করেন ভারপ্রাপ্ত সভাপতির গ্রুপের নেতাকর্মীরা।
তবে এ ব্যাপারে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ নাফিজুর রহমান পলাশ বলেন, তাদের অভিযোগ মিথ্যা বানোয়াট কেননা তারা সকলেই জানেন প্রতিনিয়ত জেলা বিএনপি কার্যালয় বিকেলে খোলা হয়ে থাকে সাথে তিনি আরও বলেন তালার চাবি থাকে অফিস সহকারীর কাছে আর সেই প্রতিদিনই বিকেলেই এসে কার্যালয় খুলে থাকে।