শিক্ষিত জাতী ও শিক্ষিত দেশ গড়ে তুলতে হবে- শেখ আফিল
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ " এই শ্লোগান নিয়ে শার্শা উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে মা সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। মা সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দীন। তিনি মায়েদের উদ্যেশ্যে বলেন শিক্ষিত জাতী উপহার দিয়ে শিক্ষিত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।একমাত্র মায়েদের দারাই এটা সম্ভব হবে। মায়েরাই পারে কেবল তার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে।মায়েরা প্রত্যেক পরিবারের একজন শিক্ষক। তারা যেভাবে সন্তানকে লালনপালন করবে সন্তানরা সেভাবেই লালিতপালিত হবে।সুন্দর দেশ ও সুন্দর জাতী গড়তে হলে মায়েদের অবশ্যই ভুমিকা রাখতে হবে। বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যন শিরাজুল হক মন্জু, সাধারণসম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রহিম খলিল প্রমুখ। প্রধানঅতিথী আরো বলেন শিক্ষিত দেশ শিক্ষিত জাতী গড়ার স্বপ্ন ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের, কিন্তু ঘাতকের বুলেট তার সেস্বপ্ন পুরন করতে দেয়নি।তারই সুযোগ্যকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপুরনে দৃড়প্রতিঞ্জ। সেই স্বপ্নপুরনে আপনাদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সেস্বপ্ন পুরন সম্ভব হবে। বক্তব্য শেষে প্রধানঅতিথী বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন।