রাজশাহীতে রাস্তায় থাকবে আ.লীগ-বিএনপি, সর্তক পুলিশ
নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিচারের রায় ঘিরে রাজশাহীর রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এ দিন আওয়ামী লীগ ও বিএনপি রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হচ্ছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা।
ইতোমধ্যেই ওই দিনকে কেন্দ্র করে রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে রাজশাহী নগর ও জেলা আওয়ামী লীগ। আগামী ৮ ফেব্রুয়ারী নগরীসহ রাজশাহীর সকল উপজেলা সদরে অবস্থান নেবে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার রায়ের পর বিএনপির নেতাকর্মীরা কোন প্রকাশ নাশকতা চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই রাস্তায় থাকবে। নগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৈঠক করে দলের নেতাকর্মীদের এ নিয়ে নির্দেশনা দিয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, রায়কে ঘিরে কোন নাশকতার চেষ্টা চালানো হলে তা প্রতিহত করা হবে। এ জন্য ওই দিন প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিবেন। আর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবস্থান নেবে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে। বিএনপি আন্দোলনের নামে নাশকতা ঝড়ানোর চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
আর নাম প্রকাশ না করে নগর বিএনপির এক নেতা জানান, ৮ ফেব্রুয়ারি সকাল থেকেই বিছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় থাকবে। রায়ে বেগম খালেদা জিয়ার সাজা হলে নিজ নিজ অবস্থান থেকে তারা রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে যাবে। শান্তিপূর্নভাবে অবস্থান নিয়ে নেতাকর্মীদের প্রতিবাদ জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সোনাদিঘী, সাহেবাজার, মালোপাড়া, রাণীবাজার, নিউমার্কেট ও কাদিরগঞ্জসহ নগরের গুরত্বপূর্ন কয়েকটি এলাকায় নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেবে বলে জানান বিএনপির ওই নেতা।
এদিকে, ৮ ফেব্রুয়ারি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হচ্ছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা। রাজশাহী মহানগর থেকে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
রাজনৈতিক উত্তাপের কথা ভেবে তানোর থানা পুলিশ নিরাপত্তা হিসাবে বালু বোঝায় একাধিক বস্তা থানার মেন গেটের সামনে রেখেছে। রোববার সকালে রাজশাহীর তানোর থানায় সামনে রাখা হয় বালু বোঝায় বস্তা। হঠাৎ করে থানায় বালু বোঝায় বস্তার সারি দেখে স্থানীয় জনসাধারণ থানায় ভিড় জমায়।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, শুধু মামলার রায় দিয়ে নয়। রাজনৈতিক অবস্থা আগামীতে কেমন হবে সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা বেষ্টুনি হিসেবে বালুর বস্তা রাখা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, রায়কে ঘিরে পুলিশ বাহিনীকে সর্তক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। জনগনের নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশ মাঠে নামানো হবে। কোনভাবেই নগরে নাশকতামূলক কোন কর্মকান্ড চালাতে দেয়া হবে ন