জয়পুরহাট র্যাব-৫ এর পৃথক অভিযানে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-৩
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার র্যাব-৫ এর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক, এডি জহুরুল ইসলাম জানিয়েছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাতে নওগাঁ-মহাদেপুর রোডের অতিথি ফিলিং স্টেশন এলাকা থেকে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হেলেঞ্চাডাঙ্গী গ্রামের মোঃ কফিল উদ্দিনের দুই ছেলে হারুনুর রশীদ (৩৩) ও ইউসুফ আলী (২৬)।
অপর দিকে একই সময় আক্কেলপুর উপজেলার রাজকান্দা গ্রাম থেকে ৭৬ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আক্কেলপুর উপজেলা থেকে হিরোইন সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী মোঃ নিলয় হোসেন (২৮) চাপাইনবাবগঞ্জ জেলার দীঘিরপুর গ্রাম এর মোঃ আবুল হোসেনের ছেলে বলে জানিয়েছেন।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্পের উপ-অধিনায়ক তিনি আরও জানান, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় সোর্পন করে মামলা দায়ের করা হয়েছে।