খালেদার রায়ের দিন মাঠে থাকবে নেতাকর্মীরা
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় হচ্ছে-বৃহস্পতিবার। এরইমধ্যে রায়ের দিন দলের নির্বাহী কমিটি ও তৃণমূলের নেতারা মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
নেতারা বলেন, খালেদা জিয়াকে সাজা দেয়া হলে ঢাকাসহ সারাদেশে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে অবিবেচনা প্রসূত কোনো রায় দেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।
সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়।
রায়ের দিন ধার্য হওয়ার পর থেকেই দলের নেতাকর্মীদের কথা ছিল একটাই- অবিবেচনা প্রসূত খালেদা জিয়াকে সাজা দেয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
রায়কে কেন্দ্র করে দলের স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপি চেয়ারপারসন। বিষয়টি অবগত করতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গেও আলেচনা করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
দলের জাতীয় কাউন্সিলের দুই বছরের মধ্যে কোনো বৈঠক না হলেও এই রায়কে সামনে রেখেই একরকম তড়িঘড়ি করেই বিএনপির নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
সভায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন বিএনপির পক্ষে আছে বলে নেতাকর্মীদের অভয় দেন বিএনপি চেয়ারপারসন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গত কয়েকদিনে সারাদেশে বিএনপির এগারশ'রও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রায়কে সামনে রেখে আন্দোলন-শোডাউনের প্রস্তুতিও রয়েছে বলে জানান দলের নেতারা।
সরকারের যে কোনো জুলুম নির্যাতনের মুখেও প্রতিবাদে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় হলে তৃণমূলেও তুমুল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
নির্বাহী কমিটির সভায় চেয়ারপারসনের দিক নির্দেশনাপূর্ণ বক্তব্যে নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত হয়েছেন বলেও তারা জানান।