খালেদা রায়, পুলিশকে সহযোগিতায় মাঠে সতর্ক অবস্থানে থাকবে আ’লীগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে সহযোগিতা করতে মাঠে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে দলের এক যৌথসভা শেষে এ কথা জানান তিনি।
কাদের জানান, ৮ ফেব্রুয়ারি তাদের কোনো কর্মসূচি নেই আর তারা কোনো উস্কানিও দেবেন না।
সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের সঙ্গে যৌথসভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপিকে আওয়ামী লীগ শত্রু নয় প্রতিপক্ষ ভাবে বরং বিএনপিই আওয়ামী লীগকে শত্রু ভাবে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নাশকতা করতে পারে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
তিনি জানান, পুলিশকে সহযোগিতা করতে মাঠে থাকবে দলের নেতাকর্মীরা।
এর আগে সকালে এক আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, রায় ঘোষণা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বিএনপি নেতারা।