রীমঙ্গলে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলায় ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এ.কে.অলক মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেটের সফর উপলক্ষে। গত সোমবার(৫ফেব্রুয়ারী) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় দলটির ২৫ নেতাকর্মীর নামে ভাঙচুর ও সরকারি কর্মচারীদের সাধারণ ও গুরুতর জখমসহ হুকুমদানের অভিযোগে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ ফ্রেবুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার উপ পুলিশ-পরিদর্শক মো. জাকারিয়া বাদি হয়ে এ মামলা করেন।
ওই মামলায় হাজী মুজিবুর রহমান, তাজউদ্দিন, আব্দুল কাদির, আজির উদ্দিন, আইয়ূবুর রহমানসহ ২৫ জনের নাম উল্লেখ করে আরো ২৫/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।
এদের মধ্যে সোমবারের মিছিল থেকে গ্রেফতারকৃত তাজ উদ্দিন তাজু, আব্দুল কাদির, আজির উদ্দিন, আইয়ূবুর রহমানকে মঙ্গলবার (৬ ফ্রেবুয়ারি) বিকেলে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত সোমবার শহরের চৌমুহনা চত্বরে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ওসি কেএম নজরুল ও কনস্টেবল মুজাহিদুল ইসলাম আহত হন।
শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খন্দকার আশফাকুজ্জামান বলেন, আমরা বিএনপি নেতাকর্মীদের ঝামেলা করতে নিষেধ করা সত্ত্বেও তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে থানার ওসি সহ আমার দেহরক্ষী আহত হন।