যশোরে পৃথক অভিযানে শার্শা ও বেনাপোলে অস্ত্রগুলি হাতবোমা রামদাসহ আটক ২!
মীর ফারুক শার্শা(যশোর)প্রতিনিধি : যশোর জেলা শার্শা উপজেলায় পুলিশ ও বিজিবি সদস্যরা পৃথক দুই অভিযান চালিয়ে ১টি পিস্তল ১রাউন্ড গুলি ২টি হাতবোমা ৩টি রামদা সহ মোঃ রুহুল আমিন (৩৫) মোঃ জসিম উদ্দিন (৩৩)নামে দুজন কে আটক করেছে
আটক রুহুল আমিন ধানতারা গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে,ও জসিম উদ্দিন বাড়ি বোয়ালিয়া গ্রামে পিতা অজ্ঞাত,আটক দুজনের নামে পৃথক দুটি অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা করা হয়েছে
৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার গোড়পাড়া পুলিশ ফাঁড়ি নিজামপুর কওমী মাদ্রসার সামনে থেকে অস্ত্র ও গুলি সহ রুহুল আমিন ও গভীর রাতে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন বোয়ালিয়া বাজার আজিজুল ইসলামের পরিত্যক্ত বাড়ি থেকে জসিমকে হাতবোমা রামদা সহ আটক করে বলে জানা যায়
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই মোঃ লুতফর রহমান বলেন মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ সময় গোপন সংবাদ জানতে পারি নাশকতার উদ্দেশ্য কিছু মানুষ নিজামপুর কওমী মাদ্রসার সামনে মিটিংএ মিলিতো হয়েছে,আমরা সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করি বাকিরা পালিয়ে যায়,ঘটনাস্থলে তল্লাশি করে একটি পিস্তল এক রাউন্ড গুলি উদ্ধার করি,
বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি বোয়ালিয়া বাজারে আজিজুল এর পরিত্যক্ত বাড়িতে ৭/৮ জন নাশকতা সৃষ্টির উদ্দেশ্য মিটিং করছে,সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক জন আটক করি, বাকিরা বিজিবি উপস্তিতি টেরপেয়ে পালিয়ে যায়,আজিজুল এর পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে ২টি হাতবোমা,তিনটা রামদা উদ্ধার করি,আটক জসিম উদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে
আটকৃত দুজনকে দুপুর সাড়ে ১২ টার সময় যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়