বিজিবি’র ৩ রাউন্ড গুলি বর্ষন বিরামপুর সীমান্তে মাদক চোরাকারবারিদের অস্ত্রের আঘাতে বিজিবি সদস্য আহত
হিলি প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে মাদক পাচার প্রতিরোধ করতে চোরাকারবারি ও বিজিবি মধ্যে সংঘর্ষে বিজিবি ৩ রাউন্ড গুলি বর্ষন করে। এ সময় চোরাকাকবারিদের দেশীয় অস্ত্রের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ২০ ব্যটালিয়ন আওতাধীন দাউদপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডা নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার মধ্য রাতে সীমান্তের ২৯০ মেইন পিলারের ৪-৫ সাব পিলার মাঝা মাঝি স্থানে বিজিবি টহল দলের উপর সঙ্গবদ্ধ ফেন্সিডিল চোরাকারবারির দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি’র উপর আক্রমন চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিজিবি সদস্য সিপাহি নবাব আলি আহত হয়। এ সময়ে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।
এ ব্যপারে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়। বিশেষ করে বোরো চাষীদের দিনের বেলায় জমিতে পানি নিতে আসতে আহবান করেছেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।