গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার বিকেল ৩টায় স্ব-স্ত্রীক বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করে এ শ্রদ্ধা জানান তিনি। পওে ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধান বিচারপতির স্ত্রী সামিনা খালেক, সুপ্রীম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মোঃ গোলাম রব্বানী, আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম, গোপালগঞ্জের জেলা জজ দলিল উদ্দিন, চীপ জুডিসিয়াল মাজিস্ট্রেট নিলুফার শিরিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত চীপ জুডিসিযাল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ জুডিসিযাল সার্ভিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
এরপর প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।