বার্ড ফ্লু অতঙ্ক : ভারত থেকে পোলট্রি নেবে না সৌদি
বার্ড ফ্লু অতঙ্কে ভারত থেকে আর কোনো পোলট্রি নেবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের জি নিউজ।
চলতি বছরের জানুয়ারি মাসে ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ (ওআইই) জানায়, ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কর্নাটকের বেঙ্গালুরুর বেশ কিছু পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান মিলেছে। আর সেই রিপোর্ট অনুযায়ীই ভারত থেকে পোলট্রি আমদানি বন্ধ করা হয়েছে। সৌদি আরবের পরিবেশ, পানি এবং কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থকে জানানো হয় প্যারিসে অবস্থিত ওআইই-এর রিপোর্টে যে সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ীই পোলট্রি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
ওআইই তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘এইচ ফাইভ এন এইট’ ভাইরাসের কারণে গত ডিসেম্বরে হাজারের কাছাকাছি পাখি নিধন করেছে বেঙ্গালুরুর দশরাহালি গ্রাম। যদিও কী ধরনের পাখির মধ্যে ‘এইচ ফাইভ এন এইট’ ভাইরাস মিলেছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।