কাপাসিয়ায় সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে পাঠচক্র শুরু
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ
বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক ঘটনাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহনের লক্ষ্যে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট উদ্যোগে পাঠচক্র শুরু হয়। ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় কাপাসিয়া বাজারের ভূইয়া মার্কেট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের সমন্বয়কারি ও উদীচী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, সঞ্চালক শিক্ষক ও সাংবাদিক মন্জুরুল হক, কৃষক নেতা আলতাফ হোসেন, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সোয়েব সিকদার, শিক্ষক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক এস এম খাইরুন নাহার, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, আকরাম হোসেন হিরন, সঙ্গীত শিল্পী শ্যামল চন্দ্র দাস, শ্রমিক নেতা রফিকুল ইসলাম সেলিম, লেখক শামীম শিকদার, উদীচী কর্মী তৈহিদ হোসেন মিন্টু প্রমুখ পাঠচক্রের আলোচনা অংশগ্রহন করেন।
সমন্বকারি নুরুল আমীন সিকদার জানান, বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক ঘটনা বিষয়ে প্রতিমাসে নির্ধারিত তারিখে পাঠচক্রে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। কাপাসিয়ার ইতিহাস ঐতিহ্য ছিলো আজকের প্রতিপাদ্য বিষয়। ‘‘মুক্তিযুদ্ধে কাপাসিয়ার ভূমিকা’’ আগামী মার্চ মাসে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়।