বাজেট বিল অনুমোদনে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আবারো অচল
কংগ্রেসের ব্যয় সংক্রান্ত বাজেট বিল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কাজকর্ম আবারও অচল হয়ে পড়েছে।
এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দেশটি দ্বিতীয়বারের মতো অচলাবস্থায় পড়লো।
বৃহস্পতিবার মধ্যরাতের আগেই নতুন বিলটি পাস হয়ে যাবে বলে আশা করেছিলেন আইন প্রণেতারা।
কিন্তু রিপাবলিকান সিনেটর র্যা ন্ড পলে এ বিলে বিতর্কের দাবি জানানোর পর এতে অনুমোদন পিছিয়ে যায়।
এর আগে জানুয়ারিতে ব্যয় বরাদ্দ বিল পাস না হওয়ায় ৩ দিন যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বন্ধ ছিল।
অচলাবস্থার সময় জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।