কুমিল্লার বিসিক শিল্প নগরী এলাকায় কাঁচামালের গুদামে আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিল্পনগরীর ফরিদ ফাইবার নামে কাঁচামালের গুদামে গেল রাত ১২টার দিকে, হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা আশাপাশে ছড়িয়ে পুড়ে যায় পুরো গুদাম। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গুদামে থাকা সুতা ও ম্যাট তৈরির কাচামাল পুড়ে যায়। এদিকে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কুমিল্লা ফায়ার সার্ভিস।