রোহিঙ্গা গণহত্যার খবর সংগ্রহের অভিযোগে মিয়ানমারে আটক বার্তাসংস্থা– রয়টার্সের দু’সাংবাদিকের নি:শর্ত মুক্তি দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব– এন্তোনিও গুতেরেস।

রয়টার্সের ওই দু’সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এমন দাবি জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র– ফারহান হক। তিনি জানান, রাখাইনের ইন-দিন গ্রামে ওই দশ রোহিঙ্গাকে হত্যার পর গণকবরে পুঁতে ফেলে দেশটির নিরাপত্তা রক্ষীরা। গণকবরের খবর ও প্রমাণাদি সংগ্রহের সময় আটক হন ওই দু’সাংবাদিক। এসময়, রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় আবারো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।