রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাজ্য
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাজ্য বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।
শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বরিস জনসন বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আর। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নাগরিকত্ব আর অধিকার নিয়ে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশেও থাকবে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ে ইউএনএইচসিআর এর ট্রানজিট ক্যাম্পে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইনে তাদের ওপর নির্যাতনের বর্ণনা শোনেন।
পরে বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা -আইওএম এর হাসপাতাল পরিদর্শন করেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী। এরপর উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
ইউএনএফপিএ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেকসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা ও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।