কেউ নির্বাচনে যেতে না পারলে দায়ভার সরকারের নয়: আইনমন্ত্রী
আইন অনুযায়ী যদি কেউ নির্বাচনে যেতে না পারে তার দায়ভার সরকার নেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার এতো ভীত নয় যে কাউকে বাইরে রেখে নির্বাচন করতে যাবে— এ কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে কি পারবে না এ বিষয়ে উচ্চ আদালতের দুইটি রায় আছে সে রায় অনুয়ায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন।
আইন সম্পূর্ণ স্বাধীন— আইন আইনের মতো চলবে অনর্থক হুমকি-ধামকিতে তা পরিবর্তন হবে না জানান তিনি।
তিনি বলেন, আদালত খালেদাকে সাজা দিয়েছেন— নিয়ম অনুযায়ী তিনি এখন আপিল করবেন আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত সেখানে সরকারের তো কিছু করার নেই।