বদলগাছীতে গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পিয়নের কারাদণ্ড সহ ২ ছাত্র বহিস্কার
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বদলগাছী মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের মহিলা কলেজ শাখায় এসএসসি সমাপনী গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বদলগাছী মহিলা কলেজের মোঃ মোশারফ হোসেন নামক এক পিয়নকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেছে।
গতকাল শনিবার নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে দায়িত্ব থাকা পিয়ন মোঃ মোশারফ হোসেন কে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত এক বচ্ছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বদলগাছী উপজেলা দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা, মাসুম আলী বেগ এবং সাথে যে ২ ছাত্রকে নকল সরবরাহ করার হয় ওই ২ পরীক্ষার্থী ছাত্র কে পরীক্ষা থেকে বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।
বহিস্কৃত ছাত্ররা হলেন উপজেলা বৈকুন্ঠপুর স্কুলের ছাত্র সৈকত হোসেন ও আছির হোসেন। তাদেরকে পাবলিক পরীক্ষা সমূহ "অপরাধ" আইন ১৯৮০ মোতাবেক ওই পিয়নকে এক বচ্ছর কারাদণ্ড প্রদানে সাজা দেয়া হয়। উক্ত বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব বদলগাছী মডেল পাইলট উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক, সুরেশ সিংহ তিনি জানান যে নকল সরবরাহের দায়ে পিয়ন মোঃ মোশারফ হোসেন কে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সাথে ২ পরীক্ষার্থী ছাত্র কে বহিস্কার করা হয়েছে।