যার জন্ম না হলে জন্ম হতোনা শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার জন্মদিন পালন
উত্তরা থেকে মাহফুজুল আলম খোকনঃ যার জন্ম না হলে হয়তো জন্ম হতোনা শান্ত- মারিয়াম ফাউন্ডেশনের। যেখানে হয়েছে লাখো বেকারের কর্মসংস্থান। যেখান থেকে তৈরি হয়েছে হাজারো সোনার বাংলা গড়ার কারিগর। যার আপারমর পরিশ্রম,মহত চিন্তা আর বহুকষ্টেও হাল ধরে রাখার ফসল আজকের শান্ত-মারিয়াম ফাউন্ডেশন,তাই উনার জন্ম দিন টিকেই প্রাষ্ঠিানের জন্মদিন হিসেবে পালন করি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর ৬৪ তম জন্ম দিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আহসানুল কবির এসব কথা বলেন।
১১ ই ফেব্রুয়ারী ২০১৮ সালে শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের জন্মদিন উপলক্ষে ২ দিন ব্যাপি এক বর্নাট্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয় গতকাল রবিবার বিকেল ৩ টায় উত্তরার সোনারগাঁ জনদ সড়কের ৪৪ নং বাড়িতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করেন মুল প্রতিষ্ঠানটি। এর আগে প্রথম দিন ১০ ফেব্রুয়ারী শনিবার দিন ব্যাপি শিশুদেও চিত্রা্কংন প্রতিযোতিার আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। দ্বীতীয় দিন গতকাল রবিবার বিকেল ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয়। ৪ টা ১৫ মিনিটে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবির (শান্ত) পরে শুরুহয় শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশুদের নৃত্য ও দলীয় সংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রফেসর মোস্তাফিজুল হক এর শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মধ্যমনি বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবির শান্ত এর স্বাগতিক বক্তব্য রখেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান, একাডেমির পরিচালক মোসারাত সবনম সহ সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া ভ্যক্তিত্ব গন। শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সমুহ হলো শান্ত-মারিয়াম বিশ্ব বিদ্যালয় এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দৈনিক আজকের প্রত্যাশা নামক সংবাদ পত্র, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সুন্দরবন ডিজিটাল এ্যাক্সপ্রেস,সুন্দরবন ট্রান্সপোটেশন সিস্টেম লিঃ নামক প্রতিষ্ঠান। পরিশেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. আহসানুল কবির,সন্ধা সাত টায় উনার সংখিপ্ত বক্তব্যের শাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।