হিলি সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করেছে বিজিবি।
হিলি প্রতিনিধি
দীর্ঘদিন পর হিলি সীমান্ত এলাকা থেকে ৯ লাখ টাকা মুল্যের ভারত থেকে অবৈধ পথে আমদানি করা শাড়ী কাপড় উদ্ধার করেছে বিজিবি।
আজ সোমবার সকাল ৮ টার দিকে হিলি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা ডাঙ্গাপাড়া থেকে একটি ব্যাটারী চালিত ইজি বাইক সহ ভারতীয় উন্নত মানের শাড়ি-কাপড় উদ্ধার করেছে।
কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, ঘটনাস্থলে ইজি বাইক তল্লাসী করে ১৬২ পিচ মুল্যবান শাড়ি, ৪০ পিচ চাদর উদ্ধারসহ ইজিবাইকটি আটক করা হয়েছে তবে, কাওকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। মালামাল হিলি কাষ্টমসে জমা করা হয়েছে।