জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে বেগম জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল "বিএনপি" চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান চেয়ারম্যান তারেক রহমান এর দশ বছর এর সশ্রম কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি।
সোমবার বেলা ১২ টায় জয়পুরহাট জেলা বিএনপির উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কালে বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় বিএনপির সদস্য, ফয়সল আলিম, জেলা বিএনপির সহ-সভাপতি, মমতাজ উদ্দিন মন্ডল, ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক, নাফিজুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক, রাজশাহী বিভাগ, মোঃ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক, গোলজার হোসেন, যুবদল নেতা এ্যাড. রুহুল আমিন ফারুক, পৌর ছাত্রদলের সভাপতি, আদনান শাহারিয়ার, কলেজ ছাত্রদল শাখার সাধারন সম্পাদক, মামুন প্রধান প্রমুখ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্র মূলক এই মিথ্যা মামলা কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি দাবি করে জেলার বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।