বৃহস্পতিবার খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি পাওয়ার আশা
খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বিচারক স্বাক্ষর করে টাইপিংয়ের জন্য দিয়েছেন। আগামীকাল সার্টিফাইড কপি পাওয়া যাবে বলে আশাবাদী তারা।
আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের একথা জানান।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।