মাহমুদউল্লাহ দুষলেন বোলারদের
টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের ১৯৩ রান সফরকারীরা টপকে যায় ২০ বল আর ৬ উইকেট হাতে রেখেই। এমন হারের পর বোলারদের দুষেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের মতে, বোলাররা সঠিক লেংথে বল করতে পারেনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশার সুরে মাহমুদউল্লাহ বললেন, ‘ভাল উইকেট ছিল। ব্যাটসম্যানরা তাদের কাজটা ভালই করেছে। স্কোরটা দুইশ’র উপরে হলে আরও ভাল হতো। তারপরও বলবো জয়ের জন্য এটা ভাল সংগ্রহ ছিল। বোলাররা ভাল লেংথে বল করতে পারেনি। বলবো না তারা লাইনে করেনি, তবে লেংথ ঠিক ছিল না। ভাল বোলিং করতে পারেনি।’
‘নাজমুল অপু কিছুটা ভাল বল করেছে। এছাড়া কেউ ভাল বল করেনি। আমাদের এসব নিয়ে বসতে হবে। কাকে কোন সময় বোলিং আক্রমণে আনব তা নিয়েও আলোচনার ব্যাপার রয়েছে।’ যোগ করেন মাহমুদউল্লাহ।
ত্রিদেশীয় টুর্নামেন্ট, টেস্ট সিরিজ জয়ের পর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও ১-০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। অথচ গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ সমানে-সমান প্রতিরোধ গড়েছিল। টেস্ট (১-১), ওয়ানডে (১-১), টি-টুয়েন্টি সিরিজ (১-১) ড্র করেছিল সব সিরিজেই। দেশের মাটিতে সেই দলটাই খেই হারিয়ে বসেছে।
শ্রীলঙ্কা সফরের স্মৃতি মনে করিয়ে দিলে মাহমুদউল্লাহ টেনে আনলেন বোলিংয়ের দুর্দশাগ্রস্ত চিত্রটাই, ‘আমরা ভাল বোলিং করতে পারছি না। এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে।’